Home » কবি সজিব-সুলতানার বিয়ে

কবি সজিব-সুলতানার বিয়ে

by আজকের সময়

আজকের সময় ডেস্ক :

বিয়ের দুই বছর পর বাসর সাজালো কবি সজীব ওছমান। ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখে পারিবারিক ভাবে অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন কবি সজীব ওছমান ও নাহিদা সুলতানা। ফেনী স্মৃতি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন অনুষ্ঠিত হয়।

২০২১ সালের ডিসেম্বরের ৩১ তারিখে মোবাইলের মাধ্যমে নাহিদা সুলতানাকে বিয়ে করেন কবি সজীব ওছমান, সজীব ওছমান তখন গ্রীক-সাইপ্রাসে ছিলেন, আর নাহিদা সুলতানা বাংলাদেশে ছিলেন। টানা দুই বছর অপেক্ষার পর গত বৃহস্পতিবার এই যুগল নিজেদের বাসরে মিলিত হন। নাহিদা সুলতানা আমাদের জানান যে… “দুই বছর অনেক সময়, বিয়ের পর নিজেদের মধ্যে অনেক জানাজানি ও নিজেদের বুঝতে সহজ হয়েছে, আমরা অবশেষে নিজেদের কাছে টেনেছি, আমাদের জন্য দোয়া করবেন “।

ফেনীর সাহিত্যকর্মী ও কবিমহল এতে আনন্দ প্রকাশ করেছে। কবি সজীব ওছমানের বিয়ের ফটো পোস্ট করে অনেকে দোয়া ও শুভ কামনা মূলক ভিবিন্ন পোস্ট প্রকাশ করতে দেখা গেছে। মোহনার বাস্তব মিলনে দুই পরিবারের মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে।
কবি সজীব ওছমান ও নাহিদা সুলতানা একি গ্রামের বাসিন্দা।

আরো খবর