১৪৯
আজকের সময় রিপোর্ট :
সৌদি আরব আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান ও এফ টিভি এসিস্ট্যান্ট ডিরেক্টর আল্লামা হারুন মোস্তফা আল রশিদী আরব আমিরাত সফর করেছেন। আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ আরব আমিরাত এর শাখাগুলোর সাথে যৌথ মতবিনিময় করে ছয়দিনের সফর শেষে নিরাপদে তাবুক পৌঁচেছেন বলে আজকের সময় কে নিশ্চিত করেছেন।
আরব আমিরাতের আন্জুমানে খুদ্দামুল মুসলেমীন শারজাহ শাখার পক্ষ থেকে আল্লামা হারুন মোস্তফা আলো রশিদ সাহেবকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়। এ সময় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আল্লামা হারুন মোস্তফা আল রশিদী আরব আমিরাতের শারজা সহ বিভিন্ন শাখা সমূহের মানবিক কাজগুলোর প্রশংসা করেন। এবং দেশ বিদেশে এই সংগঠনের মহৎ মানবিক কাজ গুলো আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে বলে আকাংখা প্রকাশ করেন।