Home » আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান চট্টগ্রাম আহবায়ক কমিটি

আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান চট্টগ্রাম আহবায়ক কমিটি

by আজকের সময়

আজকের সময় রিপোর্ট :

সেচ্ছাসেবী সংগঠন এর চট্টগ্রাম আহবায়ক কমিটি গঠন। জনপ্রিয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান।

সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল আলম আজাদ তত্ত্বাবধানে ও সংগঠনের কেন্দ্রীয় সচিব রবিউল আলম মিঠু সঞ্চালনায় আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক,সদর সহ সভাপতি আমির হোসেন কিরণ, রনি ইবনে পাহাদ, আহবায়ক কেন্দ্রীয় কমিটি।

আবদুল আজিজ কে সভাপতি ও ফরিদুল হক শাহীন সদস্য সচিব ,উপদেষ্ঠা মন্ডলী সাজ্জাদ হোসেন আসিফ, এ কে মজুমদার, রেহানউদ্দিন, আবদুল জলিল,শাহেদ সোহেল চৌধুরী, ইমরুল চৌধুরী, সাইফুল ইসলাম, আলমগীর মজুমদার জিকো,আব্দুল আজিজ, আব্দুল হামিদ, শফিকুর রহমান, জসীমউদ্দীন, সাইদুল ইসলাম,হাছিনা আহমেদ হোসেন ভূঁইয়া, আক্তার সাথী সহ ২৩ সদস্য বিশিষ্ট করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

আরো খবর