Home » আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের আলোচনা সভা

আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের আলোচনা সভা

by আজকের সময়

সংবাদাতা : আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ ও এপার বাংলা ওপার বাংলার উদ্যোগে সার্ক কবিতা উৎসব ও কবি সম্মেলন এর বাস্তবায়ন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৯ জুলাই) বিকালে সংগঠনের কেন্দ্রীয় ও ফেনী জেলা কমিটির সমন্বয়ে ফেনীর একটু চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম বাঙ্গালী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মজুমদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ইকবাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার নাথ, সহ-সভাপতি ফরিদা আক্তার মায়া ও মজিবুর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সালাম ফরায়েজী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শোয়েব মজুমদার।
এছাড়া উপস্থিত ছিলেন ফেনী জেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক এফ আই ফিরোজী, সহ-সাধারণ সম্পাদক সাইরাস চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাইয়ুম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তানভীর চৌধুরী স্বাধীন, মানবসেবা সম্পাদক জিয়াউর রহমান, সদস্য গাজী মোহাম্মদ হানিফ, খোন্দকার মাহবুব ই এলাহী প্রমুখ।
সভায় সার্ক কবিতা উৎসব ও কবি সম্মেলনকে কিভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে বিষদ আলোচনা করা হয় এবং বেশ কিছু উপ-কমিটি গঠন করা হয়। সান্ধ্যভোজন শেষে সংগঠনের এবং সভাপতি সভা সমাপ্তি ঘোষনা করেন।

আরো খবর