নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেডিসিন মার্কেট ও মাওলানা ছফি উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইসলামী সমাজকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বসুরহাট পৌরসভার মওদুদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের প্রেসক্রিপশন, প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্য সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়। দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৫০০ রোগী চিকিৎসা গ্রহণ করেন।
উক্ত ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির মাওলানা মোশাররফ হোসেন, ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের সভাপতি মাওলানা মহি উদ্দিন, পাঠাগারের সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান, জামায়াতের পৌর সেক্রেটারি মাওলানা ইয়াকুব, ৯নং ওয়ার্ড আমির ইব্রাহিম, ৯নং ওয়ার্ড সেক্রেটারি জাকির হোসেন স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জামায়াতের পৌর আমির মাওলানা মোশাররফ হোসেন বলেন, “মানুষের দুঃসময়ে মানবসেবায় এগিয়ে আসা একটি মহৎ কাজ। আজকের এই আয়োজন আমাদের সমাজে দারিদ্র্য ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখতে হবে।”
ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের সভাপতি মাওলানা মহি উদ্দিন বলেন, “এ ধরনের উদ্যোগ মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এ ধরনের চিকিৎসা সেবা আয়োজন করা হবে।”
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা আবদুর রহমান শ্রাবণ বলেন, “এখানে এসে বিনামূল্যে চিকিৎসা নিতে পেরে আমি খুব উপকৃত হয়েছি। ডাক্তাররা আন্তরিকভাবে সেবা দিয়েছেন।”
চিকিৎসা নিতে আসা গৃহবধূ কামরুন নাহার বলেন, “আমার মতো অনেক গরিব মানুষ আছেন যারা নিয়মিত চিকিৎসা করাতে পারেন না। এই ফ্রি ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।”
দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানায়।