নোয়াখালী প্রতিনিধি, আজকের সময় :
নোয়াখালীতে সুধারাম মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে এওজবালিয়া ইউনিয়নের চর করমুল্লা চার রাস্তার মোড় এলাকায় সিএনজি গাড়ীতে তল্লাশীকালে ২ টি কালো রংয়ের পলিথিনের প্যাকেটে মোড়ানো ২ টি প্যাকেটে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
এসময় ছালেহ উদ্দিন (৩৬), পিতা-আবলি হোসেন ও মোঃ মামুন (৩২), পিতা মোঃ হানিফকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ জানায়, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা’সহ ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।