আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট নুর ম্যানশনে তিনটি সেবা প্রতিষ্ঠান—মেডিসিন মার্কেট, হেভেন ট্রাভেল অ্যান্ড কম্পিউটার এবং আল-মদিনা কুলিং কর্নার—এর যৌথ উদ্বোধন অনুষ্ঠান গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বে-ওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিকদার, ড়ড়ড়ড়ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি মুফতি আব্দুল্লাহ আল নোমান, জামায়াতে ইসলামী বসুরহাট পৌর আমির মাওলানা মোশররফ হোসেন, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল মতিন লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বসুরহাট পৌরসভা সভাপতি মুফতি খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আবদুর রহিম।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে জানা গেছে, আসন্ন কোরবানির ঈদে ফেনীতে ৮০ হাজার ৮০০ পশুর চাহিদা আছে। তবে জেলার বিভিন্ন খামারি ও প্রান্তিক পশু পালনকারীদের থেকে প্রাপ্ত তথ্যে ১ লাখের বেশি পশুর যোগান আছে। অনেকে নিজেরা লালন পালন করে কোরবানি করে থাকেন। সে হিসাবে ১ লাখ ২ হাজার পশু কোরবানি হয়ে থাকে।
ফেনী প্রতিনিধি :