কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর বামনী বাজার হাজি বসির উল্লাহ রোড যুবকদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক বন্ধন, সহানুভূতি ও ধর্মীয় চেতনা জাগিয়ে তোলার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় রমজানিয়া জামে মসজিদ সংলগ্ন এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রমজানিয়া জামে মসজিদের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে, মসজিদ সহ-সেক্রেটারি বেলায়েত হোসাইন ফরহাদের সঞ্চালনায় ও আলমগীর, আমীর, অর্নব, ফাহিম এর সার্বিক সহযোগীতায় এতে প্রধান অতিথি ছিলেন রমজানিয়া জামে মসজিদের খতিব মাওলানা বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, মসজিদ সেক্রেটারি প্রফেসর শহিদ উল্লাহ শাহেদ, সহ-সভাপতি সবুজ মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক সালেহ আহমদ , শিক্ষানুরাগী জয়নাল আবেদীন, মসজিদ কোষাধ্যক্ষ ওমর ফারুক নওশাদ প্রমুখ।
পাড়াপ্রতিবেশি ও এলাকাবাসীর জন্য প্রায় অর্ধহাজারের বেশী ইফতার আয়োজন করা হয়।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এলাকার মানুষকে একত্রিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।