ফেনী প্রতিনিধি :
ফেনীতে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে এক বিরাট সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের মিজান ময়দানে কানায় কানায় পূর্ণ এক বিশাল সমাবেশে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য জননেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমীর একেএম শামছুদ্দিন,জেলা আমীর মাওলানা আবদুল হান্নান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ,জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, জেলা সহকারী সেক্রেটারী এড.জামাল উদ্দিন,জেলা প্রচার সেক্রেটারী আনম রহিম, জেলা পেশাজীবী শাখার সভাপতি আবু বকর ছিদ্দিক মানিক,সোনাগাজী উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা,ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু হানিফ ও শহর সভাপতি ওমর ফারুক প্রমুখ।
পরে এক বিরাট বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মহিপালে এসে মিলিত হয়।