আজকের সময় প্রতিবেদক :
স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র কুরআন মাজীদ বিতরণ করা হয়েছে।
সোমবার ফেনী সদর উপজেলার মধুয়াই ফজলুল উলুম মাদরাসার ছাত্রছাত্রীদের মাঝে উক্ত কুরআন মাজীদ বিতরণ সম্পন্ন হয়। ফাউন্ডেশনের সভাপতি শহীদুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় কুরআন মাজীদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম মাওঃ কারী এমরান হোসাইন,মাওঃ মো. সালমান, মাওঃ আবদুল কাইয়ুম, হাফেজ মো. সরাফত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক কাজী শেখ ফরিদ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সানিয়া মনিবা, যুগ্ন রক্ত বিষয়ক সম্পাদক সাজ্জাদুল হক রাফি সহ অন্যান্য সদস্য ও ছাত্রছাত্রী বৃন্দ।
ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজী শেখ ফরিদ জানান তাদের সকল উপদেষ্টা, সদস্য ও তাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও পরামর্শে এই কর্মসূচি চলমান থাকবে। এছাড়াও তারা ২০২০ সাল থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, অসহায়দের সহযোগিতা, রমজানে এতিম ও দুঃস্থ্যদের খাদ্য সামগ্রী বিতরণ, মূমুর্ষূ রোগীদের রক্তের ব্যবস্থা সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।