Home » দাগনভূঞা শিশুকে ধর্ষণের পর ফাঁস দিয়ে হত্যা

দাগনভূঞা শিশুকে ধর্ষণের পর ফাঁস দিয়ে হত্যা

by আজকের সময়

দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় : 

ফেনীর দাগনভূঞা উপজেলায় মিফতাহুল জান্নাত অপ্রা (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৫ জুন) উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অপ্রা স্থানীয় বক্সআলী ভূঞা বাড়ির ওসমান গনির মেয়ে ও নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।

শিশু অপ্রার ফুপু তোহরা আক্তার বিউটি জানান, আমাদের বাড়ির পাশেই বিদ্যালয়। সকালে বিদ্যালয়ে গিয়ে ক্লাসের ফাঁকে পানি খাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায়।  অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে বিদ্যায়ল সংলগ্ন কবরস্থানের ঝোপের ভেতর কে বা কারা শিশু অপ্রাকে ধর্ষণের পর হত্যা করে বড় একটি গাছের সঙ্গে তার মরদেহ ঝুলিয়ে রাখে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম সত্যতা নিশ্চিত করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি হাসান ইমাম।

সোনাগাজী ও দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে ওই শিশুকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

আরো খবর