Home » ৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের কুরআন তেলোয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা

৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের কুরআন তেলোয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা

by আজকের সময়

দাগনভূঞা প্রতিনিধি : 

ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন আয়োজিত প্রতি বছরের ন্যায় কুরআন তেলোয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা দুধমুখা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

প্রবাসীদের আর্থিক সহযোগিতায় ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে ইয়াকুবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।

নিরপেক্ষ বিচারকদের মাধ্যমে সেরাদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় ২০ জন ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় ১৫ জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়।

ফাইনাল রাউন্ডে সেরাদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার প্রদান করা হবে।

আরো খবর