আবদুল আজিজ সায়েম, ফেনী:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও পুশ-ইনের ঘটনা ঘটিয়েছে। বুধবার দিবাগত রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১১ জন বাংলাদেশীকে পুশ-ইন করেছে বিএসএফ।
জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে বৈরী আবহাওয়ার সুযোগে যশপুর বিওপির মটুয়া এলাকায় ২১৯১ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন অংশ দিয়ে এ পুশ-ইনের ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে রয়েছেন ১ জন পুরুষ, ৭ জন নারী ও ৩ জন শিশু। তারা যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিজিবির ৪ ব্যাটালিয়নের সদস্যরা পুশ-ইনকৃতদের সঙ্গে সঙ্গে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গৃহকর্ম ও অন্যান্য শ্রমের উদ্দেশ্যে দালালের মাধ্যমে চোরাই পথে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। সেখান থেকে তাদের ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তে ফেরত পাঠায়।
৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। আটককৃতদের আইনি প্রক্রিয়া অনুসরণ করে ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।”
এদিকে, বারবার বিএসএফের এমন পুশ-ইনের ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের দাবি জানিয়েছেন।