ফেনী প্রতিনিধি :
সমতট সাহিত্যাঙ্গন ফেনী’র উদ্যোগে বাংলা সাহিত্যের গৌরব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর’এর ৮৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে শহরের ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে আজ, শুক্রবার, বিকাল ৪:৩০ টায় এক আলোচনা সভা ও লেখক আড্ডা অনুষ্ঠিত হয়। কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকীর সঞ্চালনায় এবং কবি মোহাম্মদ সফিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুপ্রতিম সাহিত্য সংগঠন বলপয়েন্ট’এর সাধারণ সম্পাদক কবি ইকবাল আলম এবং কবি উত্তম দেবনাথ।
এতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে প্রবন্ধ পাঠ করেন কবি ও গল্পকার কামাল মাহতাব।
আলোচনায় উঠে আসে রবীন্দ্রনাথের আস্তিকতা, ইশ্বরপ্রীতি, একেশ্বরবাদ এবং আধ্যাত্মিক গভীরতার প্রসঙ্গ। বক্তাগণ বলেন, আস্তিকতার দিক থেকে রবীন্দ্রনাথ এ জনপদের জনগণের বিশ্বাসের যেমন কাছাকাছি, তেমনি একেশ্বরবাদীতার দিক থেকেও। তাই রবীন্দ্রনাথের রাজনীতির সাথে তাঁর সৃজনকর্মকে নেতিবাচকভাবে পাঠ করা বরাবরই আমাদের মননশীলতাকে সংকীর্ণ করে রেখেছে। আমাদের আরেকজন রবীন্দ্রনাথের আবির্ভাবকে সম্ভবপর করে তোলার পথ, পন্থা এবং পাথেয় নিয়ে ভাবতে হবে।
কবি স্বাধীন মুর্শিদের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও যাদের উপস্থিতিতে জমে উঠেছিল আড্ডা তারা হলেন—কবি, গল্পকার ও সম্পাদক ফজলুল মল্লিক, সঙ্গীত শিল্পী জামশেদ ইকবাল, কবি শাহ আলম, কবি সুবোধ ছোটন, কবি সুমাইয়া আকতার, অভিনেতা মু. আব্দুল কাইয়ুম, কবি ও ব্যাংকার ফরিদা আক্তার মায়া প্রমুখ।