Home » মধুয়াই ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মাননা ও ইফতার

মধুয়াই ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মাননা ও ইফতার

by ajkersomoy

আজকের সময়, ফেনী :

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মধুয়াই ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যায় অনন্যা অবদানের স্বীকৃতি স্বরূপ স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান, চব্বিশের বন্যা বইয়ের লেখক নজরুল বিন মাহমুদুলকে সংবর্ধনা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি দলিল লেখক সাহাব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোতালেব হোসেন ভূঁঞার উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী সরকারি কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কাজী রেজাউল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাপ্তাহিক স্বদেশ পত্র পত্রিকার সম্পাদক এন এন জীবন, সাম ফরায়েজী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ, কাতালিয়া ইয়াং সোসাইটির সভাপতি আব্দুল মোতালেব, রোটারেক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর সভাপতি রো: শাহাদাত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন বলেন, ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছাসেবীদের অবদান আজীবন মনে রাখবে ফেনীবাসী। বিভিন্ন সংগঠনের ন্যায় চব্বিশের বন্যা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে মধুয়াই ফাউন্ডেশন এর উদ্যোগ প্রশংসনীয়। এমন মানবিক কার্যক্রমের মাধ্যমে মধুয়াই ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, মাওলানা নিজাম উদ্দিন।

আরো খবর