Home » বরণ্য রাজনীতিক আবদুল আজিজের ৫ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

বরণ্য রাজনীতিক আবদুল আজিজের ৫ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

by আজকের সময়

স্টাফ রিপোর্টার, আজকের সময়   :

দাগনভূঞার কৃতি সন্তান বরণ্য রাজনীতিক আবদুল আজিজের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবদুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ জুলাই শুক্রবার বাদ আসর ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মরহুমের বড় ছেলে ব্যাংকার ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক মঞ্জুরুল আলম টিপুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. খোরশেদ আলম সাগর, সাপ্তাহিক পত্রিকা পরিষদের সভাপতি রিন্টু আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহেদী হাসান, ফেনী যুব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নাসির উদ্দিন মাসুদ, উন্মুক্ত শরীর চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম , স্বপ্নীল মহাসচিব রবিন আহমেদ, জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশনের সভাপতি জামাল শিকদার, সুপ্রিম কোর্টের এডভোকেট একরামুল হক একরাম, বন্ধুর বন্ধন ঢাকা বিভাগের সভাপতি আবু তাহের, এডভোকেট মীর মোশারফ হোসেন বাদল, এডভোকেট মোহাম্মদ মহসীন মজুমদার,জাসফার সমন্বয়ক মনিরুল ইসলাম মনির, দাগনভূঞা যুব ফোরামের সভাপতি গোলাম আজাদ বুলবুল, সিন্দুরপুর ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, দাগনভূঞা ব্লাড ডোনেশন সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ কামাল খান প্রমুখ।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোজাম্মেল হক।

আরো খবর