দাগনভূঞা প্রতিনিধি :
বিশ্ব জুড়ে ভ্রাতৃত্বের সেতুবন্ধন এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা প্রবাসীদের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন দাগনভূঞা প্রবাসী ফোরাম এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। ফোরামের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় স্থানীয় রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফোরামের স্থানীয় কমিটির সভাপতি পেয়ার আহমেদ
এর সভাপতিত্বে ও সাংবাদিক এম শরীফ ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিক উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিহির মাহবুব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ফোরামের স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ মিয়া, ফোরামের সাংগঠনিক সম্পাদক মুজাহিদ শেখ ও প্রবাসী আমির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফোরামের কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেষে অতিথিবৃন্দ কেক কেটে ফোরামের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করেন।
দাগনভূঞা প্রবাসী ফোরামের উদ্যোগে গরীব, অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, অসচ্ছল প্রবাসীদের পরিবার ও দুরারোগ্য আক্রান্ত গরীব অসহায়দের উন্নত চিকিৎসা সেবার খরচসহ ১১৩ টি আবেদনের প্রেক্ষিতে প্রায় ১ কোটি ২১ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে।
শেষে ফোরামের ইউনাইটেড আরব আমিরাতের দুবাই ও সৌদি আরবের দাম্মামের প্রাদেশিক কমিটি ঘোষণা করা হয়। ২০২০ সালের মে মাসে সংগঠনটির অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।