৯৬
ফেনী প্রতিনিধি :
ফেনী পৌরসভায় কোরবানির বর্জ্য অপসারণ ব্যাগ বিতরন অনুষ্ঠান রোববার দুপুরে পৌরসভার হল রুমে মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, মেয়রের ভালো কাজের, জনসেবার যে চেস্টাও উদ্যোগ তাহা অব্যাহত থাকুক। ফেনী পৌরবাসীর কল্যানে, সমস্যা সমাধানে নাগরিক সুবিধার জন্য ভালোকাজের প্রসংশা করে সাধুবাদ জানান। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব কর্তব্য পালনে আরো সচেষ্টবান হবেন বলে জানান তিনি।
ফেনী পৌরসভার ১৮ টি ওয়াডে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হবে। ১১ জন সুপারভাইজার, ১৫ জন চালক সহ শতাধিক পরিচ্ছন্নকর্মীকে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেয়া হয়েছে। মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি সকলের সহযোগিতা কামনা করেন।