স্টাফ রিপোর্টার, আজকের সময় :
১৯৯১ সাল থেকে প্রকাশিত, বহুল পরিচিত সাপ্তাহিক ফেনী সংবাদ এর ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ধিত কলেবরে আগামী জুলাই মাসে বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। এই বিষয়ে সার্বিক প্রস্তুতি নিতে আজ ২৮ জুন সকাল থেকে অর্ধ দিনব্যাপী প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এবং সম্পাদক এস. এম. মাছুম বিল্লাহ’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রাম এর জেলা প্রতিনিধি এ.কে.এম আব্দুর রহিম।
আরো বক্তব্য রাখেন ফেনী সংবাদ এর সাবেক নির্বাহী সম্পাদক ও যমুনা টেলিভিশন ফেনী প্রতিনিধি আরিফুর রহমান, বণিক বার্তার ফেনী প্রতিনিধি নুরুল্লাহ কায়সার, ফেনী সংবাদ এর নির্বাহী সম্পাদক কবি মুস্তাফা মুহিত।
সমাবেশে ফেনী সংবাদ এর উপজেলা প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ফেনী সংবাদ এর প্রধান সম্পাদক বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার’ এই শ্লোগান কে ধারণ করে সাপ্তাহিক ফেনী সংবাদ এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।