ফেনী প্রতিনিধি :
ফেনী রিপোর্টার্স ইউনিটি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৪ মার্চ) ইউনিটি প্রাঙ্গণে এ উপলক্ষ্যে বসেছিল নবীন-প্রবীণ সাংবাদিক ও সুধীজনদের মিলনমেলা।
এতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, টেলিভিশন চ্যানেলে কর্মরত জেলার প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশ নেন।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ জাফরের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক এডভোকেট ইসমাঈল হোসেন সিরাজী।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নূর হোসেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম শাহজাহান সাজু, ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীবসহ ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এতো দোয়া মোনাজাত করেন জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ জাকের হোসেন।
এতে ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পরিষদ, সাধারণ পরিষদ ও সহযোগী সদস্যরা সহযোগিতা করেন।
ফেনী রিপোর্টার্স ইউনিটি’র ইফতার মাহফিল
৬২