৭৯
আজকের সময়, ফেনী :
ফেনী সদর উপজেলার মধ্যম ধলিয়া চাঁন মিয়া কেরানী মসজিদের কমিটি গঠিত হয়। মসজিদের সাবেক সভাপতি ছিদ্দিক আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মসজিদের উপস্থিত মোসল্লিদের সর্ব-সম্মতিক্রমে শাহাদাত হুছাইন আল হেলালকে সভাপতি ও এনামুল হক ভূঞাকে সেক্রেটারী করে আগামী তিন বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ছিদ্দিক আহম্মদ সহ-সভাপতি, আবু তাহের সহ-সভাপতি, তারা মিয়া কোষাধ্যক্ষ, সদস্য- নাসির উদ্দিন বাবলু, মোঃ আজাদ, আহমদ করিম লিটন, মোঃ শরিফ, মো: নেজাম উদ্দিন, বাবুল, শাহ আলম, মোঃ সেলিম।