নিজস্ব প্রতিনিধি, আজকের সময় :
ফেনীর রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক ব্লাড ফাউন্ডেশন ফেনীর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার সন্ধ্যায় পালিত হয়েছে।
নাগরিক ব্লাড ফাউন্ডেশন ফেনীর প্রতিষ্ঠাতা আহ্বায়ক নুরুল হুদা রাসেল মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ জাফর, ইউনিটির সহ-সাধারণ সম্পাদক নুর উল্যাহ কায়সার, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন খোন্দকার, কবি ইকবাল চৌধুরী, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত, মাবিয়া নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী এসএম হুমায়ুন কবির পাটোয়ারী, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন প্রমুখ।
পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন
অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের শহীদুল ইসলাম পাটোয়ারী, বালিগাঁও ইয়ুথ সোসাইটির সভাপতি মেহেদী হাসান ও ইকবাল হোসেন, নবজীবন রক্তদান ফোরামের দাউদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই ফেনী এর মেহের আমিরুল ও সর্বোচ্চ রক্তদাতা মিনহাজ উদ্দিন প্রমুখ।
এসময় বিভিন্ন সামাজিক সাংকৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।