Home » পরশুরামে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

পরশুরামে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

by আজকের সময়

 মহি উদ্দিন , পরশুরাম, আজকের সময় :

পরশুরামে ২৮ জুন মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পরশুরাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান  কামাল উদ্দিন মজুমদার।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন শরীফ মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন।

ফাইনাল খেলায় বক্সমাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল কে এবং ধনিকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বাউর পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল কে ট্রাই ব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

আরো খবর