ফেনী প্রতিনিধি :
ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান মনজু। এছাড়া বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। প্রথমবারের মতো ফেনীতে প্রকাশ্যে গণ-সমাবেশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
মজিবুর রহমান মনজু বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। নাম শুনলেই ঘৃণা করছে। দেশের টাকা পাচারকারী চোরদের মানুষ প্রতিহত করেছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছেন। বাংলাদেশের মানুষ আর কাউকে লুটপাট করতে দেবে না। যারাই ক্ষমতায় আসতে চান সাবধান হয়ে যান। এবি পার্টির এ নেতা বলেন, ভারতের সঙ্গে আর কোনো গোপন চুক্তি হতে দেওয়া হবে না।
তিনি দাবি তোলেন ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। তা ফেনীর শহীদদের নামে করতে হবে।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে। ওদের পাওয়া যাবে জাদুঘরে। দিল্লির দাসত্বের দিন শেষ। ফেনী নদীর পানির হিস্যা বুঝিয়ে দিতে হবে। বন্যায় ডুবিয়ে মারা চলবে না। ফেনীতে একটি ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা করতে হবে।
এবি পার্টি ফেনী জেলা কমিটির আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় নেতা প্রকৌশলী মো. শাহ আলম বাদল, ফেনী জেলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক প্রমুখ।
প্রথমবার ফেনীতে প্রকাশ্যে গণ-সমাবেশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
২৬