স্টাফ রিপোর্টার, আজকের সময় :
লিখতে পড়তে শিখতে চাই, বিকশিত জীবন চাই এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে দাগনভূঞা উপজেলার দুধমুখা নবউত্তরণ খেলাঘর আসরের আয়োজনে এতিম প্রতিবন্ধী ও অস্বচ্ছল ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শতাধিক শিক্ষার্থীদের মাঝে ২ লক্ষ ২০ হাজার টাকার নগদ অর্ধ ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
নব উত্তরণ খেলাঘর আসরের সভাপতি রফিক উল্যাহ শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাজিব আরেফিন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শাহাদাত হোসেন সাগর, ছেরাজল হক আদর্শ মাদরাসার সভাপতি চৌধুরী মমিন উল্যাহ, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা, নব উত্তরণ সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার সালেহ উদ্দিন।
দেশ বিদেশর শুভাকাঙ্ক্ষীদের এমন আয়োজনে ভূয়সী প্রশংসা করছেন সচেতন মহল।