আবদুল আজিজ সায়েম, আজকের সময় :
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরের অন্যতম সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল বাংলা পূর্ব বাজার রাজু গল্প সুপার মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আছর ফিতা কেটে উক্ত অফিসের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, সদস্য ও মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়ার মাধ্যমে ইফতারের সূচনা হয়।
নাগরিক উন্নয়ন ফাউন্ডেশন সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সংগঠন মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক সমস্যা সমাধান এবং দুর্যোগকালীন সহায়তায় অবদান রাখছে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সচেতনতা এবং নারী ও শিশুর অধিকার রক্ষায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করে তারা সামাজিক পরিবর্তনের পথ প্রশস্ত করছে। তবে অর্থায়নের অভাব ও কাঠামোগত দুর্বলতা এসব সংগঠনের কার্যক্রমে চ্যালেঞ্জ তৈরি করছে। সরকারি ও বেসরকারি সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব। সেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখছে।