১৪৯
সংবাদদাতা :
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আমান মাদ্রাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর বাংলাবাজার মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী।
দারুল আমান মাদরাসার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফয়েজুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক মু. মুশফিকুর রহমান।
মাওলানা মুজাম্মেল হোসাইন মিশনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সায়েদুল আবরার আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মু. গোলাম ফয়সল, মুছাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফি উল্যাহ কাজল, মুছাপুর সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন মেম্বার, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা, মোমারিজপুর উচ্চ বিদ্যলয়ের সিনিয়র শিক্ষক এটিএম আতিকুল ইসলাম (বাদল), রাজনৈতিক ব্যক্তিত্ব আলমগীর মিয়া, মাওলানা সাইফুদ্দিন, নুরানি প্রধান ক্বারী রফিকুল ইসলাম প্রমুখ।
শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।