Home » দাগনভূঞার সেকান্তরপুরের প্রতারক নুরুল হুদা রুবেলের কান্ড!

দাগনভূঞার সেকান্তরপুরের প্রতারক নুরুল হুদা রুবেলের কান্ড!

by আজকের সময়

সংবাদদাতা :

প্রবাস ফেরত যুবক প্রতারক মো: নুরুল হুদা রুবেল (৩৬) কে ধরিয়ে দিতে সকলের নিকট আহবান জানিয়েছে ভুক্তভোগীরা।
রুবেল নিজেকে কখনো প্রবাসী ফোরামের সভাপতি, কখনো সংগঠক দাবি করে নিজের বিকাশ নাম্বার ব্যবহার করে অনেকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তার পিতা সম্পত্তি বিক্রি করে আর প্রতারক রুবেল সম্পত্তি ক্রেতাদের ফেসবুক লাইভে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের মধ্যম সেকান্তরপুর গ্রামের মুনছুর আলী চেরাং বাড়ির বৃদ্ধ মো: সোলেমান কে বিভিন্ন সময় প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দাগনভূঞা থানায় মো: সোলেমান বাদি হয়ে অভিযোগ (নং ৩২৮) দায়ের করেছেন।
অন্যদিকে প্রবাস নেয়ার কথা বলে অনেক যুবকের কাছ থেকে টাকা নিয়ে বর্তমানর পলাতক রয়েছে। এসব বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছে ভূক্তভোগীরা।
এছাড়া তার বিরুদ্ধে ১১ মার্চ ঢাকা মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (নং ৭৩৬) করেছেন ভুক্তভোগী মো: শরীফ।
প্রতারক রুবেল কে পুলিশে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা চান ভূক্তভেগীরা।

আরো খবর