Home » দুধমুখা নব-উত্তরণ খেলাঘর আসরের শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরন

দুধমুখা নব-উত্তরণ খেলাঘর আসরের শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরন

by আজকের সময়

দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :

শিখতে পড়তে শিখতে চাই, বিকশিত জীবন চাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নব-উত্তরণ খেলাঘর আসরের আয়োজনে এতিম, প্রতিবন্ধী ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠিত হয়।
উপজেলার দুধমুখা বাজারস্থ নিজস্ব কার্যালয়ে সোমবার সকালে ৬০ জন শিক্ষার্থীর মাঝে আড়াই লাখ টাকার শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরন করা হয়।
সংগঠনের সভাপতি রফিক উল্যাহ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়াকুব পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন নব উত্তরণ খেলাঘর আসরের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক একরামুল হক, পৃষ্ঠপোষক আবুল হোসেন মিলন।
সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী আবদুর রাজ্জাক, শরফুদ্দিন, ইকবাল হোসেন, মেহেদী হাসান হানিফ, খলিলুর রহমান ফারুক, বাকের হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, ইঞ্জিনিয়ার আবুল হাসেম, সরোয়ার হোসেন সিএ, কবি আরিফ মঈন উদ্দিন, মাহফুজ উল্যাহ, জসীম উদ্দিন ইজাব, ডা: আবদুল্লাহ আল মোর্শেদ, ড. রাজীব আরেফীন, মশিউর রহমান পিরু, আবদুল আলিম সিএ, আ.ন.ম ইয়াকুব রতন, নুরুজ্জামান মাসুদ, এস এম ছানা উল্যাহ, নুরুল ইমরান, আনোয়ার হোসেন মামুন, মাহমুদুল হাসান রনি, জি এম ফয়েজ উল্যাহ, এনায়েত উল্যাহ জাহাঙ্গীর, নুরুল ইমরান, ফাহিম মুনতাসির, মো: শাহজাহান, মো: শহিদ উল্যাহ, হাসান খলিলুর রহমান ফারুক, নুরুল করিম মনু, নজরুল ইসলাম, ব্যবসায়ী আবুল বাশার, নাছির উদ্দীন সৈকত, আবু সুফিয়ান, আবু সুফিয়ান লিটন।
শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দেন।

আরো খবর