Home » দুধমুখা নবউত্তরণ খেলাঘর আসরের শিক্ষা উপকরণ বিতরন

দুধমুখা নবউত্তরণ খেলাঘর আসরের শিক্ষা উপকরণ বিতরন

by আজকের সময়

দাগনভূঞা প্রতিনিধি :

উন্নত চরিত্র গঠন ও প্রতিভা বিকাশ মূল লক্ষ্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নবউত্তরণ খেলাঘর আসরের আয়োজনে শতাধিক শিক্ষার্থীদের মাঝে সোমবার সকালে শিক্ষা উপকরণ ও পোশাক বিতরন অনুষ্ঠিত হয়।
নবউত্তরণ খেলাঘর আসরের সভাপতি রফিক উল্যাহ সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন।
খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা, সুফফা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল আনোয়ার হোসেন, সংগঠনের সদস্য মাইন উদ্দিন মিশু, শরফ উদ্দিন, বাকের হোসেন, মো: ইকবাল, মনির আহাম্মেদ প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও শিশ-কিশোরদের পোশাক বিতরন করা হয়।

আরো খবর