৪৯
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
দুবাই নেফনেক্স গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য একে আজাদ সিআইপি এর পক্ষ থেকে দাগনভূঞার বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়।
সিন্দুরপুরে তার ব্যক্তিগত কার্যালয়ে এ উপহার হস্তান্তর করা হয়। সহস্রাধিক সর্বস্তরের মুখে ঈদের হাসি।
একে আজাদা সিআপি ২০২৩ সালের স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে অনেকের মন জয় করেন। ভোট চলে গেলেও অতিথি পাখির মত তিনি হারিয়ে যান নি, ধারাবাহিকভাবে সাধারণ মানুষের পাশে আছেন।
একে আজাদ সিআইপি আজকের সময় কে জানান, আজীবন সাধারণ মানুষের পাশে থাকতে চাই। দাগনভূঞা-সোনাগাজী (ফেনী ৩) এর সর্বস্তরের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা।