Home » থানারহাট মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

থানারহাট মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

by aadmin

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর থানারহাট মডেল মাদরাসা’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে থানারহাট মডেল মাদ্রাসার পরিচালক মিজানুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
সহকারি শিক্ষক মাওলানা আবদুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুছাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাফেজ আব্দুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, রামপুর ইউনিয়ন জানায়েত আমীর মাওলানা আব্দুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিয়াউল হক জিয়া, মুছাপুর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মাস্টার মাঈন উদ্দিন, ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মুন্না, অভিভাবক মাহমুদুল হাছান, সহকারী শিক্ষক শাহ জাহান, রমজান আলী, নোমান সিদ্দিক প্রমুখ।
এছাড়াও শিক্ষকমন্ডলী ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেধায় উত্তীর্ণ ৫৭ জন শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ১০৮ জন শিক্ষার্থীকে পুরষ্কার বিতরণ করা হয়।

আরো খবর