দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অগ্রযাত্রার আয়োজনে শুক্রবার বিকেলে শিক্ষা উপকরণ উপহার বিতরন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মো: বেলাল হোসেন, সানরাইজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞা, ব্যবসায়ী শেখ আহমেদ, গ্রাম ডা: হানিফ সুমন, মো: ইউসুফ প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য মো: পরানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহি উদ্দিন।
শেষে ৫৫ জন শিক্ষার্থীদের মাঝে ১ ডজন করে কলম ও খাতা উপহার দেয়া হয়।
বক্তারা বলেন, সংগঠনটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা আগামীতে শিক্ষা উপকরণের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান, গাছের চারা বিতরণ, বাল্যাবিবাহ ও মাদকের বিরুদ্ধে সচেতনতাসহ নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সকলের সহযোগিতায় সুন্দর শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যাশা সদস্যদের।
তারুণ্যের অগ্রযাত্রা আয়োজনে শিক্ষা উপকরণ উপহার
১৭