স্টাফ রিপোর্টার :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ সহ ৪ আহত হয়েছেন।গত সোমবার (১৯ ফেব্রুয়ারী )রাতে উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আকরাম উদ্দিন মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। এক সপ্তাহ পার হলেও কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। আহতরা হলেন, মোরশেদ আলম (৭০) ,তার বড় ছেলে কামাল হোসেন (৩৮),ছোট ছেলে মোশারফ হোসেন(২৫) এবং মোরশেদ আলমের ভাতিজা রাকিব হোসেন(২০)। এঘটনায় শুক্রবার(২৩ ফেব্রুয়ারী )৭ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মোরশেদ আলমের ভাতিজা রাকিব হোসেন কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন ,আবুল কাশেমের মেয়ে সুইটি(৩৮), ছেলে সাইফুল ইসলাম জাবেদ (৩৫), আদনান প্রকাশ মামুন (৩২), মেয়ে ডলি (৩০), টিপুর ছেলে তৌহিদ (২৫),নাহিদ (২০), টিপুর স্ত্রী রানী বেগম (৪৫)। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি ক্রয় বিক্রয় ও দখল নিয়ে গত ৬ মাস ধরে একই বাড়ির মোরশেদ আলমের পরিবারের সাথে আবুল কাশেমের পরিবারের দ্বন্দ্ব চলছিলো। এ নিয়ে সামাজিক ভাবে মিমাংসার চেষ্টাও করা হয়েছিলো। কিন্তু আবুল কাশেম তা না মানায় সম্ভব হয়নি। এরইমধ্যে সোমবার রাতে হালকা বাকবিতণ্ডার জেরে আবুল কাশেম ও তার ভাড়াটে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রসহ মোরশেদ আলমের পরিবারের ওপর হামলা চালায়। এতে চাকু ও রডের আঘাতে গুরুতর আহত মোশারফ হোসেনকে ঢাকা মেডিকেল ও বাকিরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত রাকিব হোসেন জানান ,ঘটনার পর মামলা করা হলেও পুলিশ আসামীদের এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারেনি। উল্টো হামলাকারীরা আমাদের হুমকি দিচ্ছে বাড়ীতে না ডুকার জন্য ।আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি । এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মজিবর রহমান বলেন, ‘আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।