Home » ক্রাফট ইনস্ট্রাক্টরের বিরুদ্ধে ফেনীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্রাফট ইনস্ট্রাক্টরের বিরুদ্ধে ফেনীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

by ajkersomoy

আবদুর আজিজ, ক্যাম্পাস প্রতিনিধি, আজকের সময় :
ছয় দফা দাবিতে ফেনীতে রেলগেট এলাকায় রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত চলে এ কর্মসূচি।

ফেনী সরকারি পলিটেকনিক, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, আই.সি.এস.টি ও কম্প্যাক্ট পলিটেকনিকের অন্তত ৫০০ শিক্ষার্থী এতে অংশ নেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা জানান, অযোগ্য ক্রাফট ইনস্ট্রাক্টরদের শিক্ষক হিসেবে প্রমোশন শিক্ষার মান ক্ষুণ্ণ করছে। শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই জুনিয়র ইনস্ট্রাক্টর হওয়ার যোগ্য।

প্রশাসন ও শিক্ষকদের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

আরো খবর