আজকের সময় প্রতিবেদক :
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ৩১টি ব্যাংক শাখার ব্যাংকারদের নিয়ে গঠিত ব্যাংকার্স ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফোরামের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, এভিপি এন্ড হেড অব বাঞ্চ, ওয়ান ব্যাংক পিএলসি, বসুরহাট শাখা এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা, এসপিও/ব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক পিএলসি, বসুরহাট শাখা, করফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মনছুরুল আলম, এসএভিপি এন্ড হেড অব বাঞ্চ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোনাগাজী শাখা, ফেনী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ব্যাংক ম্যানেজার এবং ম্যানেজার অপারেশন তাদের বক্তব্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহক সেবা নিশ্চিত করনের মাধ্যমে অর্থনৈতিক সচলতা বজায় রাখার উদ্দেশ্যে গ্রাহক সেবা সহজতর করার লক্ষে পরামর্শ গুলো তুলে ধরেন।
আলোচনা শেষে দোয়া ও ইফতারের আয়োজনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।