স্টাফ রিপোর্টার, আজকের সময় :
২ অক্টোবর বুধবার সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে সহকারী শিক্ষকদের এক দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদের সামনের রাস্তায় উপজেলার ৯০ টি বিদ্যালয়ের শত শত শিক্ষকের উপস্থিতিতে কোম্পানীগঞ্জের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের ডাকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুপর ১২ টা থেকে মানববন্ধনে সহকারী শিক্ষকগণ তাদের প্রাণের দাবী ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য স্বতঃস্ফূর্ত ভাবে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অন্তবর্তীকালীন সরকারের প্রাধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন আমরা নোবেল বিজয়ী বীরের জাতি, বিশ্ব দরবারে আমাদের সম্মান মর্যাদা আছে কিন্তু আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সম্মান মর্যাদায় অনেক পিছিয়ে। আমাদের সম যোগ্যতা নিয়ে সরকারের অনেক ডিপার্টমেন্টের জনবল কাঠামো ১০ম গ্রেডে বেতন পান। তাই আমাদের এই লড়াই মর্যাদার লড়ায়। আত্মসম্মানের লড়ায়।
অনেক বক্তা বলেন আমারা দেশের আগামীর নাগরিক তৈরি করি আর আমরা হচ্ছি অবহেলিত, আমরা শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্ভুদ্ধ করি আর আমাদের জীবন ই অনুন্নত। বর্তমান সরকার বৈষম্যবিরোধী সরকার তাই প্রাথমিকের সকল বৈষম্য নিরসন করে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড নিশ্চিত করার আহব্বন জানান।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুর ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শাহেদা আক্তার। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা একরাম বিএসসি, জাহানারা নাসরিন, ২০২৪ সালের নোয়াখালী জেলার ২ জন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কুলছুম শারমিন ও মুহাম্মদ আবদুল্যাহ, শিক্ষক নাঈম ছিদ্দিক প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রাধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শখার সভাপতি শাহেদা আক্তার মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় উপজেলার সকল সহকারী শিক্ষক মহোদয়গণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।