১০২
শহর প্রতিনিধি :
শোককে শক্তিতে করি রুপান্তর গড়িব সোনার বাংলা এ হোক অঙ্গীকার এ শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হলো কবিতা ও কথামালায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধান্জলী।
জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলার আয়োজনে কবি উত্তম নাথের সঞ্চালনায় কবি ইকবাল চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কবি মনজুর তাজিম, এডভোকেট শাহীন মজুমদার, ইকবাল আলম, ওবায়েদ মজুমদার,বাদল দেবনাথ , তাজুল ইসলাম, ইকবাল হোসেন জামশেদ, উত্তম অরল,শাহ আলম, নাসরিন জেরিন সুলতানা,সবুজ তাপস,ফয়েজুর রহমান,হাসান সাঈদ, ইসহাক মজুমদার ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে গান পরিবেশন করা হয়। পরিবেশনে ছিলেন কবি ইকবাল হোসেন জামশেদ।