Home » কাজী ইফতেখার দাগনভূঞা আজিজিয়া মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য

কাজী ইফতেখার দাগনভূঞা আজিজিয়া মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য

by ajkersomoy

ফেনী প্রতিনিধি :

ফেনী দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভার্নিং বডিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম।

তিনি মাতুভূঞা ইউনিয়নের সাবেক নিকাহ রেজিস্ট্রার মরহুম কাজী আহছান উল্যার পুত্র। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার ছালেহ আহামদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এই মনোনয়ন প্রদান করা হয়। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমেদ মজুমদার।

কাজী ইফতেখার বলেন, “এ রকম একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমাকে যে আস্থা ও সম্মান জানানো হয়েছে, তার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

তিনি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এছাড়া কাজী ইফতেখার দাগনভূঞা ইয়ুথ সোসাইটির প্রেসিডিয়াম সদস্য ও সানরাইজ ফাউন্ডেশনের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আরো খবর