আজকের সময় প্রতিবেদক, ঢাকা :
রাজধানীর ২/ডি দারুস সালামে ঢাকা আহসানিয়া এতিম শিশু সনদে চায়না কনস্ট্রাকশন ফিফ্থ ইঞ্জিনিয়ারিং ব্যুরো কর্পোরেশন কো: লিমিটেড এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এতিম নারী ও শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চায়না কনস্ট্রাকশন ফিফ্থ ইঞ্জিনিয়ারিং ব্যুরো কর্পোরেশন কো: লিমিটেড এর প্রজেক্ট ডেপুটি ম্যানেজার তাই লিয়েন সিং।
এছাড়াও উপস্থিত ছিলেন চায়না কনস্ট্রাকশন ফিফ্থ ইঞ্জিনিয়ারিং ব্যুরো কর্পোরেশন কো. লিমিটেড এর প্রোডাকশন ম্যানেজার ছি পেং লিয়াং।
অনুষ্ঠানের ৭০ জন নারী ও শিশুদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন তাই লিয়েন সিং, তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন—আমি আহসানিয়া মহিলা মিশন এতিমখানাকে তাদের অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, সেইসাথে এম. তারিক হোসেন অ্যান্ড ল অ্যাসোসিয়েটস এবং সরকার স্টিল লিমিটেডকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানাতে চাই। আপনাদের যৌথ প্রচেষ্টার ফলে এই অনুষ্ঠানটি সম্ভব হয়েছে।
আমরা জানি যে প্রতিটি মেয়েই ভবিষ্যতের আশা। আজ, আমরা, চায়না কনস্ট্রাকশন ফিফথ ইঞ্জিনিয়ারিং ব্যুরো, আশা করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই শিশুদের প্রতি উষ্ণতা এবং যত্ন প্রকাশ করছি এবং তাদের বেড়ে ওঠার জন্য সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য আমরা উন্মুখ।
আমরা বিশ্বাস করি যে প্রতিটি মেয়েই ভবিষ্যতের আশার প্রতিনিধিত্ব করে। এই অনুষ্ঠানের মাধ্যমে, CSCEC এই শিশুদের উষ্ণতা এবং যত্ন বয়ে আনার আশা করে, একই সাথে তাদের বেড়ে ওঠার জন্য সহায়তা প্রদান করে।
আজকের অনুষ্ঠানের পূর্ণ সাফল্য কামনা করি এবং আশা করি সকল অংশগ্রহণকারীদের একটি চমৎকার এবং অবিস্মরণীয় দিন কাটবে। আজকের অনুষ্ঠানটি দারুনভাবে সফল হোক, এবং সকলের দিনটি অসাধারণ এবং স্মরণীয় হোক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম তারিক হোসাইন এন্ড অ্যাসোসিয়েটস কোম্পানির চেয়ারম্যান এমডি মোস্তফা তারিখ হোসাইন, তিনি নারী ও শিশুদের অধিকার ও তাদের আইনগত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বুধবার দারুসসালামে অনুষ্ঠিত নারী দিবসের এই অনুষ্ঠানে ঢাকা আহসানিয়া এতিম শিশু সনদের ডাইরেক্টর খাদিজা পারভিন (নিউজ পত্রিকার নাম) কে বলেন চায়না কনস্ট্রাকশন ফিফ্থ ইঞ্জিনিয়ারিং ব্যুরো কর্পোরেশন কো. লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে আমরা খুবই আনন্দিত এতিমখানার সত্তর অধিক শিশু নারীকে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী প্রদান করায় আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তিনি। তিনি আরো বলেন আমরা আশা করি চায়না কনস্ট্রাকশন ফিফ্থ ইঞ্জিনিয়ারিং ব্যুরো কর্পোরেশন কো. লিমিটেড ভবিষ্যতেও আমাদের নারী ও শিশুদের নিয়ে কাজ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকার স্টিল কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান মিস লিনা , তিনি ঢাকা আহসানিয়া এতিম শিশু সনদের শিশু ও নারীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে বলেন “তোমরা একা নও আমরা তোমাদের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো “ এই বলে তিনি তার বক্তব্য শেষ করেন।