মোঃ আলাউদ্দিন লিংকন, স্টাফ রিপোর্টার :
নোয়াখালীর সোনাইমুড়ীতে আদালতে শর্ত ও বন্টন মামলা চলমান থাকার পরেও জোরপূর্বক পাকা ভবন নির্মাণের অভিযোগ ঘটেছে। এর আগে বিবাদীপক্ষ আবু তাহের গং চলমান মামলায় ৮৬১/৮৬২ দাগের ১.০২ একর ভূমির আনদরে এলাকার আশপাশের, লাঠিয়াল বাহিনী সংগ্রহ করে জোরপূর্বক পাকা ভবন নির্মাণের কাজ শুরু করে দেয়,বর্তমানেও কাজটি চলমান।
উক্ত সম্পত্তি তে বর্তমান স্থিতাবস্থা প্রার্থী বাদী তবারক উল্যা গং পক্ষে বিজ্ঞ জিলা জজ আদালত নোয়াখালী হতে রায় প্রধান করা হয়। রায়ের পরবর্তী সময়ে আবু তাহের গং১৮৫/২০২৩আপিল মোকদ্দমা দায়ের করেন। বিভিন্ন দাগ এবং খতিয়ানের সম্পত্তি বণ্টনের জন্য ও আবু তাহের গং একটি মামলা দায়ের করেন। উক্ত বিবাদিপক্ষ আবু তাহের গং এই মামলাগুলোর সাথে সংশ্লিষ্ট পক্ষদেরকে অস্থায়ী ঘর ও নির্মাণ করতে দিচ্ছে না।সরে জমিনে দেখা যায় ঘনবসতিপূর্ণ বাড়িটিতে উক্ত বাদী পক্ষ তবারক উল্লাহ গংদের টিন কাঠের তৈরি ঘরগুলো সংস্কার পর্যন্ত করতে পারছে না,কাজে হাত দিলেই উক্ত অভিযোগের বিবাদী পক্ষ আক্রমণ করে কাজ বন্ধ করে দেয়। উক্ত বাড়িটির আশপাশের স্থানীয়দের মাধ্যমে জানা যায়,ঘরের সংযোগের বিদ্যুৎ লাইনে পর্যন্ত সরবরাহ কাজে বাধা দিচ্ছে আবু তাহের গং।অধিকাংশ ঘর গুলোই বর্তমানে জীর্ণশীর্ণ অবস্থায়।
বাদী তবারক উল্লা গং কে অস্থায়ী ঘর নির্মাণের কাজে সবসময়ই বিবাদীরা বাধা দিয়ে যাচ্ছে,কিন্তু নিজেদের প্রয়োজনে মামলার বিবাদী আবু তাহের গং লাঠিয়াল বাহিনী এবং নিজেদের গায়ের জোরে চালিয়ে যাচ্ছে পাকা ভবনের কাজ। এতে করে উক্ত মামলার বাদীপক্ষের ভবিষ্যতে জায়গা বেদখলের সম্ভাবনা রয়েছে বলে জানায়।
গত ১৪ অক্টোবর ২০২৫ নিষেধাজ্ঞার দরখাস্তের বিষয়ে আপিল্যানট পক্ষ জানতে পেরে উক্ত অভিযুক্ত সম্পত্তিতে পাকা স্থায়ী দালান নির্মাণের জন্য, প্রয়োজনীয় সামগ্রী জড়ো করে এলাকার উশৃংখল লোকদের নিয়ে পাকা ঘর তৈরির কাজ চলমান রেখেছে। যেখানে উক্ত অভিযোগের বাদীপক্ষ বাধা দিতে গেলে মারাত্মক হট্টগোলসহ প্রাণনাশের সমূহ সম্ভাবনা রয়েছে। উক্ত অভিযোগের বিষয়ে কমিশন,ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বিবাদী পক্ষ হট্টগোল করার প্রস্তুতিতে থাকে,উশৃংখল আচরণ প্রদর্শন করে। উক্ত মামলার বাদী তবারক উল্যা এ প্রতিবেদককে জানান আদালতের নিকট বাদী পক্ষের আবেদন আপিল্যানট এবং ৩৬-৫০/৫২/৫৫-৭৪/৮১/৮৮-৯৫/১০৩-১০৮ নং বিবাদী /রেসপনডেনট গনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানকল্পে স্থিতাবস্তার আদেশ প্রধান করা একান্ত আবশ্যক। নচেৎ উক্ত স্থিতাবস্থা প্রার্থী বাদী পক্ষের অপূরণীয় ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।বিষয়টি নিয়ে বিবাদী পক্ষ আবু তাহের এর নিকট জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন,আমি আমার ভোগ দখলীয় সম্পত্তিতে পাকা ঘর নির্মাণ করছি,আদালত যে সিদ্ধান্ত দেয় তাহা মেনে নেবো।বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে৷উক্ত মোকদ্দমার তদন্তকারী কমিশনের প্রধান এডভোকেট আব্দুল্লাহ আল মামুনের নিকট নিকট জানতে চাইলে তদন্তের বিষয়ে তিনি সাংবাদিকদের কে জানান মামলায় উল্লেখিত বিষয়বস্তুুর আলোকে ও স্থানীয় তদন্তের আইনত সঠিক প্রতিবেদন আমি আদালতে প্রেরণ করব।