Home » ফেনীর তিন আসনে ৩৩৯টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি

ফেনীর তিন আসনে ৩৩৯টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি

by আজকের সময়

ফেনী :

ফেনীর তিনটি আসনে ৩৯৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩৯টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। কেন্দ্রগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পরিপত্র অনুসারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ও বিশেষ নজরদারি করা হবে বলে জানান পুলিশ সুপার জাকির হাসান।

পুলিশ সুপার জাকির হাসান বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। ভোটারদের ভোটকেন্দ্রে আসতে আমরা আহ্বান জানাচ্ছি। কেউ যাতে ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে এবং শান্তি বিনষ্ট করতে না পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে পরিকল্পনা করা হয়েছে। জেলায় ১ হাজার ১৩৮ জন পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছে।

জানা গেছে, জেলায় মোট ভোটারের সংখ্যা ১২ লাখ ৪০ হাজার ৫৫৭ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৩৮ হাজার ২৮৫ জন, নারী ভোটার ৬ লাখ ২ হাজার ৪৭১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন।

পুলিশ প্রশাসন জানায়, ফেনী-১ আসনে ১১৫টি কেন্দ্রের মধ্যে ১০৭টিকে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারমধ্যে পরশুরাম উপজেলায় ২৬টি, ছাগলনাইয়াতে ৫৪টি ও ফুলগাজীতে ২৭টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে।

ফেনী-২ আসনে (সদর উপজেলা) ১৪০টি কেন্দ্রের মধ্যে ১৩৪টিকে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ফেনী-৩ আসনে ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৯৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। তারমধ্যে সোনাগাজী উপজেলার ৭২টি কেন্দ্রের সবকটি, দাগনভূঞা উপজেলার ২৬টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে ২৩ জন প্রার্থী চূড়ান্ত ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। তারমধ্যে ফেনী-১ আসনে ৬ জন, ফেনী-২ আসনে ৮ জন এবং ফেনী-৩ আসনে ৯ জন প্রার্থী রয়েছেন।

ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নৌকা প্রতীকে, তৃণমূল বিএনপির মো. শাহজাহান শাজু সোনালী আঁশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদশে প্রার্থী কাজী মো. নুরুল আলম মোমবাতি প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার ছড়ি প্রতীক, জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল লাঙ্গল প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম চৌধুরী ঈগল প্রতীকে নির্বাচনে লড়ছেন। এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৩১৫ জন। এদের মাঝে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৯৪০ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৭৪ জন। অপরদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন।

ফেনী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী নৌকা প্রতীকে, তৃণমূল বিএনপির প্রার্থী আমজাদ হোসেন ভূঞা সোনালী আঁশ, জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম লাঙ্গল প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম মোমবাতি প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন ভূঞা ছড়ি প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন ডাব প্রতীক, খেলাফত আন্দোলনের আবুল হোসেন বটগাছ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী এএসএম আনোয়ারুল করিম ঈগল প্রতীক নিয়ে লড়ছেন। এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ১০ হাজার ৭২১ জন। এদের মাঝে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৮৫০ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৮৭০ জন। অপরদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

ফেনী-৩ আসনে চূড়ান্ত ভোটের লড়াইয়ে রয়েছেন জাতীয় পার্টির লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), স্বতন্ত্রের হাজী রহিম উল্যাহ (ঈগল), তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির তবারক হোসেন (একতারা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবু নাসির (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিজাম উদ্দিন (মোমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের জোবায়ের ইবনে সুফিয়ান (ছড়ি), আবুল কাশেম আজাদ (ট্রাক) এবং ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহম্মেদ সৈকত (কাঁচি)। শুক্রবার (৫ জানুয়ারি) এ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবীর (রিন্টু আনোয়ার) (বাঁশি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৩৫২ জন। এদের মাঝে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৬৫৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৬৯২ জন। অপরদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

আরো খবর