আজকের সময় প্রতিবেদক :
ফেনী শহরের এস.এস.কে রোড ও ধানপট্টি বড় বাজার এলাকায় বুধবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মানহীন নষ্ট দধি ও মিষ্টি বিক্রি, লাইসেন্সবিহীনভাবে বেকারি পরিচালনা ও বিএসটিআই-এর অনুমোদন ছাড়া মোড়কীকরণের দায়ে ৩টি মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় শরীফ মিষ্টি মেলা, ঢাকাইয়া লাইভ বেকারি, ইসলামিয়া সুইটসকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, বাংলা হোটেল রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে চার প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সূত্রে জানা যায়, ফেনী বড় বাজারে অনুমোদনহীন শরীফ মিষ্টি মেলা নামক দোকানে পঁচা বাসি মিষ্টি ও দধি সরবরাহ করেন। ক্রেতারা অভিযোগ করলে তারা নিজেরে খতিয়ে না দেখে ক্রেতাদের উপর চড়াও হয়। এক পর্যায় নিজেদের দধি মিষ্টি খেয়ে দেখতে বললে তা অস্বীকৃতি জানান। নষ্ট দধি ফেরত দিতে খারাপ আচরণ করে দধি পরিবর্তন করে দেয়। ক্রেতা বাসায় এসে দেখেন সেটিও নষ্ট। এছাড়া মধুমালা, হাজীর মিষ্টি সহ বিভিন্ন নাম বেনামে কার্টুন ছাপিয়ে মানহীন পণ্য বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। এসময় বিএসটিআই কর্মকর্তা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায়, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। এসব অস্বাস্থ্যকর খাবার খেয়ে সাধারণ ক্রেতারা পেটের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে।