শহর প্রতিনিধি, আজকের সময় :
ফেনীতে ইয়ুথ জার্নালিস্টস্ ফোরামের দোয়া ও ইফতার মাহফিল ৮ মার্চ শনিবার শহরের নাহার চৌধুরী চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ও দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়ার সভাপতিত্বে দোয়া ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূইয়া। বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন জেলা হাফেজ পরিষদের সভাপতি ও ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাকির হোসাইন মজুমদার।
সংগঠনের সাধারণ সম্পাদক ও এখন টিভি ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় ইফতারে দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, সাপ্তাহিক ফেনীর রবি নির্বাহী সম্পাদক নজির আহমদ রতন, সাংবাদিক সৌরভ পাটোয়ারী, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক আমার দেশ ফেনী প্রতিনিধি এস এম ইউসুফ আলী, দৈনিক মানবজমিন ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক নুর উল্যাহ কায়সার, দ্বীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, সাপ্তাহিক হকার্স সম্পাদক তারেক মজুমদার, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল ও সাধারন সম্পাদক দুলাল তালুকদার, সাবেক সভাপতি এম এমরান পাটোয়ারীসহ বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
ইফতার ও দোয়ার পূর্বে দেশ জাতির কল্যাণ ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা কামনা করেন এবং ফেনীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।