ফেনী প্রতিনিধি :
ঢাকাস্থ ফেনী জেলা এসএস সি ৯৩, এইচএস সি ৯৫ ব্যাচের ঈদ আনন্দ আড্ডা ও মৌসুমী ফল উৎসব ২৫ জুন সীগাল রেষ্টুরেন্ট, পুরানা পল্টন , ঢাকায় অনুষ্ঠিত হয়।
এডমিন মোঃ ইসমাইল নাসির এর সভাপতিত্বে মনজুরুল আলম টিপু সঞ্চায়লনা সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডঃ মোশাররফ হোসেন বাদল ,লেবার কোট বার এসোসিয়েশন এর সাবেক সাধারন সম্পাদক এডঃ মহসিন মজুমদার, আন নুর প্যাকেজিং এর স্বত্বাধিকারী মোঃ জসীম উদ্দিন, চায়না মেরিন কোম্পানীর চেয়ারম্যান নূরুল কাদের, স্পেকষ্টাম ইন্টারন্যাশনাল স্কুলের হেড অব এডমিন হাসান তালুকদার, আপন স্টিলের চেয়ারম্যান জহির উদ্দিন কপিল,জসিম উদদীন, গাজী সাইফুল ইসলাম ভুঁইয়া,কাজী মিলন সিরাজ পঞ্চায়েত ও আরো অনেকে। কোরআান তেলওয়াত করেন শাহাদাত হোসেন মামুন।
আগামীতে বন্ধুরা গ্রুপের কল্যাণে সেবাও কল্যাণ মূলক কিছু কাজের গঠনমূলক আলোচনা করেন।
আয়োজক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন ও সদস্য সচিব হাসান জামিল উপস্থিত সকল বন্ধুদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন। অসুস্থ বন্ধুদের ও বন্ধুদের পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনা ও বিশ্ব মুসলিমের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন এডভোকেট মোঃ ইউনুস।