ফেনী প্রতিনিধি, আজকের সময় :
ফেনীর স্বনামধন্য বীকন মডেল কলেজ গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ লিয়াকত আলী ভূঁইয়া। সম্প্রতি কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে (স্মারক নং- ক.প/কমিটি/ফেনী/৮৮-২) এ অনুমোদন দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৬৩ প্রবিধান অনুযায়ী আগামী ২ বছরের জন্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়াকে সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট কলেজ গভর্নিং বডি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যগণ হলেন- সদস্য সচিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম. মাছুম বিল্লাহ, শিক্ষক প্রতিনিধি প্রভাষক আবদুল্লাহ আল-মামুন ও প্রভাষক আবুল খায়ের, অভিভাবক প্রতিনিধি এম. শাখাওয়াত হোসাইন, আবুল বাশার ভূঁইয়া, মুক্তা আক্তার, শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আবু ইউসুফ।
প্রসঙ্গত; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের স্বাধীনতা সড়কে নিজস্ব ক্যাম্পাসে প্রাকৃতিক মনোরম পরিবেশে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় বীকন মডেল কলেজ। সরকার অনুমোদিত ও একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত ফেনীর স্বনামধন্য মহা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা প্রতিষ্ঠালগ্ন থেকে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।