
সনি রহমান অভিনয় করেছেন বহুল প্রতীক্ষিত ‘তোলপাড়’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে। তোলপাড় মুক্তির আগেই মুক্তি পাচ্ছে এই চিত্রনায়কের নতুন সিনেমা ‘ফুলজান’। এতে এই অভিনেতা অভিনয় করেছেন বিরোধী নায়ক ‘রাজা বাহাদুর’ চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু।
ফুলজান সিনেমায় দেখা যাবে রাজা বাহাদুর মনপ্রাণ দিয়ে ভালোবাসেন এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে ফুলজানকে। একটি মন্দ কাজের অভিযোগে জেল হয় রাজা বাহাদুরের, ফুলজানের বিয়ে হয়ে যায় অন্য কারো সাথে, দুই বছর পর জেল থেকে মুক্তি পেয়ে ফুলজানকে পেতে মরিয়া হয়ে ওঠে রাজা বাহাদুর। অবশেষে কি রাজা পায় ফুলজানকে? নাকি ফুলজানকে না পাওয়ার দুঃখ বেদনা নিয়েই থাকতে হয় এই রাজাকে? উত্তর জানতে যেতে হবে প্রেক্ষাগৃহে।
ফুলজান ১৬ জুন ২০২৩ দেশব্যাপি শুভমুক্তি।