খবর
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা চাপায় এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল মতিন (৬৭) জেলার সুবর্ণচর উপজেলার আটকপালিয়া এলাকার এলাকার বাসিন্দা এবং একটি মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি বর্তমানে জেলার সেনবাগ উপজেলার ছয়বাড়িয়া জামে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা এলাকার ছয় বাড়িয়া কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে যোহরের নামাজ শেষে মসজিদ থেকে নিহত আব্দুল মতিন স্থানীয় বাজারে যাচ্ছিলেন। ওই সময় উপজেলার দক্ষিণ কাদরা ছয়বাড়িয়া কালভার্টের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেল সহ তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আজকের সময়, ঢাকা :
১৫ অক্টোবর শনিবার সকালে জেরিয়াট্রিক কেয়ার সাপোর্ট টিম (জিসিএসটি) এর আয়োজনে প্রবীণ দিবস উপলক্ষে এক বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভা ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয়।
জিসিএসটির সভাপতি ডাঃ কাজী মোঃ ইস্রাফীলের সভাপতিত্বে এতে র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন জিসিএসটির উপদেষ্টা অধ্যাপক ডাঃ অনুপম হোসাইন, নিপসমের সহযোগী অধ্যাপক ডাঃ নাসরিন সুলতানা রুমা।
সেক্রেটারী শাহনাজ শাম্মির সঞ্চালনায় এতে আরো অংশগ্রহণ করেন, ডাঃ আমিনুল ইসলাম নাফিজ, তালহা মোহাম্মদ শামীম, সিএম সাইফুল হক,
জেসমিন শাহিনা, রোকেয়া বেগম, নুর নাহার মনু, চপলা এ পারভিন, নাসির চৌধুরী, নুর এ আলম, রুবিনা মজুমদার, মোহাম্মদ জাবেদ পলাশ, মোহাম্মদ শাখায়াৎ হোসেন বিশ্বাস, ইব্রাহীম খলিল, এড আনসারী, এডভোকেট আমিনা রত্না, কৃষিবিদ দীন মোহাম্মদ দিনু, তারিক তুহিন, এড এলিজা ,জেসমিন আক্তার , শীলা রানী দাস, অন্যান্যা সোহেলী, শাহাজান সাজু সহ প্রমূখ।
নবীনদের পক্ষে বক্তব্য প্রদান করেন কাজী লাবিবা হুমায়ারা অর্কা, ছোয়া, এবং বুলবুল আহম্মদ।
প্রবীণদের পক্ষে বক্তব্য প্রদান করেন এড চন্দন, এড নকিব আহসান, এনামুল হক, মোঃ শহীদুল ইসলাম শ্যামল।
এ সময় নবীনরা প্রবীণদের হাত ধরে সম্পৃতি এবং ভালোবাসার বন্ধনকে দৃঢ় করার অঙ্গীকার নিয়ে রবীন্দ্র সরোবরে পৌঁছান।
বক্তারা বলেন বাংলাদেশে ও অনেক পরিবার রয়েছে যেখানে নাতি নাতনিরা তাদের দাদা, দাদীদের কখনও ধরেও দেখে না। এ উদ্যোগের মাধ্যমে নবীনরা প্রবীণদের ধরে দেখার সুযোগ পেয়ে তাদের মানসিক পরিবর্তনের পাথেয় খুঁজে পাবে। জেরিয়াট্রিক কেয়ার সাপোর্ট টিমের এমন ব্যতিক্রমী এবং সময়োপযোগী কর্মকান্ড অব্যাহত রাখার জন্য আহবান জানান। র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র -ছাত্রী, তরুন প্রজন্ম ও প্রবীণ প্রজম্মের ২০০ জন অংশগ্রহণ করেন।
রোববার (২৪ জুলাই) বিকেলে কুমিল্লা হাউজিং এস্টেটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঢাকা হেডকোয়ার্টারের অ্যাডিশনাল ইন্সপেক্টর মো. মাহাবুর রহমান।
মাহাবুর রহমান বলেন, উদ্বোধনের পর থেকেই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শিল্প এলাকায় শিল্প-প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান এবং সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।এ ছাড়া শিল্পাঞ্চলে চুরি, ছিনতাই, ডাকাতি নিরসনে শিল্প এলাকায় শিল্প-প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান এবং সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যাত্রা কুমিল্লার জন্য একটি মাইলফলক। এখন আমাদের অর্থনীতির সিংহভাগ আসে শিল্পকারখানা থেকে। শ্রমিকরা যেন নিরাপদ থাকেন আর কারখানার মালিক যেন তার পণ্যটি নিরাপদে পৌঁছে দিতে পারেন, সে জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ করে। তারা মালিক-শ্রমিক উভয়ের জন্যও সমানভাবে কাজ করে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফএম আবদুল মঈন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, ১০ বিজিবি কুমিল্লার উপপরিচালক কর্নেল মারুফুল আবেদীন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ কুমিল্লা পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন, কুমিল্লা ইপিজেডের ডিজিএম জিল্লুর রহমান, বিসিকের ডিজিএম মুনতাসির মামুন, কুমিল্লা চেম্বারের সহসভাপতি জামাল আহমেদ।
এম শরীফ ভূঞা / আজকের সময় / কুমিল্লা / পুলিশ।
বুধবার (২৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেনের পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন, জানায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের পূর্ব ইয়ার পুর গ্রামের মেহেরাজের দধি দোকানের পূর্ব পাশের রেইনট্রি গাছে নিচে একটি শপিং ব্যাগ থেকে ১টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারে ঘটনায় তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।