ভিডিও
আজকের সময় রিপোর্ট :
সহকারি শিক্ষক মু. আবদুল্লাহ নয়ন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হওয়ায় ফারুক ভূঞা মেমোরিয়াল (এফবিএম) ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে থানারহাট প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হেডমাস্টার ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন, থানারহাট মডেল মাদ্রাসার পরিচালক মিজানুর রহমান সবুজ, ইন্টার্নি চিকিৎসক আবদুস সবুর, সুফফা গার্লস মাদ্রাসার প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন, বামনী বাজার জামে মসজিদের ইমাম রাফি উদ্দিন রাফি, সুফফা মডেল মাদ্রাসার সহকারি শিক্ষক শরিফুল ইসলাম, মাষ্টার কাজল, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী আবদুল আজিজ প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন।
আজকের সময় প্রতিবেদক :
সারি সারি লেক। পানিতে মাছের লুকোচুরি। ঝাঁকে ঝাঁকে হাঁস সাঁতার কাটছে। ভেসে আসছে পাখির কিচিরমিচির। লেকের ভাঁজে ভাঁজে খেজুর, পেঁপে, নারকেল, আনারস, আপেল, কমলা, মাল্টা আর লেবুগাছ। আছে কাজুবাদাম আর কফিগাছও। সুবাস ছড়াচ্ছে গোলাপ, গন্ধরাজ, শিউলি, অপরাজিতা, নীলকণ্ঠ, সাদাকণ্ঠ, মাধবীলতা, হাসনাহেনা, বেলি, রক্তকরবীসহ মনভোলানো ফুল। লেকের ওপর হাঁস-মুরগির খামার। আরেকপাশে গরু-মহিষ-ভেড়ার চাষ। চোখ জুড়াচ্ছে বিস্তীর্ণ ধানক্ষেত। চারপাশ রঙিন করে তুলেছে সরিষা আর সূর্যমুখী। আছে নানা জাতের ঔষধি গাছ। কোথাও গাঢ় জঙ্গল, তাতে সারিবদ্ধ সবুজের মিতালি।
দেড় যুগ আগে দস্যুদের উৎখাত করে চরের নিয়ন্ত্রণ নেয় প্রশাসন। সেই খাস জমিতে আশ্রয় নিয়েছেন ভূমিহীনরা। প্রায় ১৬৭ একর পতিত জমিতে ২০১৩-১৮ মেয়াদে ‘নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাল ও তৈলবীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করে সরকার। নতুন করে ২০১৯ থেকে ২০২৪ মেয়াদে ‘ডাল ও তৈলবীজ বর্ধন খামার আধুনিকীকরণ এবং চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হয়।
এর ফলে গত ১০ বছরে দৃশ্যপট বদলে যায়। পতিত জমি হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র। দূরদূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। বিনামূল্যে ঘুরে দেখছেন কৃষির বৈচিত্র্য।
নোয়াখালী জেলা শহর থেকে সবুজে ঘেরা পিচঢালা সড়ক ধরে ৪০ কিলোমিটার গেলেই ভূইয়ারহাট এলাকায় বিএডিসির সুবর্ণচর ডাল ও তৈলবীজ বর্ধন খামার। দৃষ্টিনন্দন মূল ফটক থেকে ভেতরে ঢুকলেই খামারের অপার সৌন্দর্য দর্শনার্থীকে বিমোহিত করবে। খামারজুড়ে আছে ২০ হাজারেরও বেশি গাছ। নজর কাড়ে প্রশাসনিক ভবন ও সুবর্ণরেখা নামের আলিশান গেস্ট হাউস। সূর্য ডোবার পর নেমে আসে নীরবতা। শোনা যাবে শিয়ালের হুক্কা হুয়া ডাক। জানালা খুললেই দেখা মিলবে শিয়ালের দলের। কানে বাজবে নানা পোকামাকড়ের আওয়াজ। জ্যোৎস্না রাত হলে অন্যরকম প্রকৃতি ধরা দেয়।
শীতকালে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর থাকে পুরো এলাকা। ওপরে আকাশ আর নিচে সবুজের সমারোহ সৌন্দর্যের দ্যোতনা সৃষ্টি করে। চওড়া ঢেউ খেলানো পাতার ভেতরে উঁকি দেয় ছোট-বড় নানা ফল। মিষ্টি গন্ধে মাতোয়ারা চারপাশ। গাছে গাছে ঝুলছে হরেক ফল। ইট বিছানো পথে গাড়িতে ঘুরে দেখা যাবে দৃষ্টিনন্দন পুরো খামার।
সুবর্ণচরের বাসিন্দা সাবেক সচিব এটিএম আতাউর রহমান বলেন, এ খামারকে কৃষি পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করার সময় এখনই। উপকূলের অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কৃষি পর্যটন। পাশাপাশি বিনোদন ও ভ্রমণের মাধ্যমে কৃষিপণ্যকে পরিচিত করানো যাবে। টিকিট কেটে যে আয় হবে সে অর্থ দিয়েই খামার চালানো যাবে। সরকার এদিকে দৃষ্টি দিলে চরাঞ্চলে নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে। দেশের পর্যটন খাত ও অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা।
আরিফুর রহমান বলেন, খামারের পশ্চিমপাশে আরও বেশ কিছু পতিত খাস জমি আছে। সেগুলো কিছু প্রভাবশালী দখল করে নিচ্ছে। ওই জমিও খামারের আওতায় আনা গেলে আরও বেশি সুফল পাওয়া যাবে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘সম্প্রতি আমি দৃষ্টিনন্দন খামারটি ঘুরে এসেছি। এটি হতে পারে দেশের আদর্শ কৃষি পর্যটন কেন্দ্র। চরাঞ্চলের অর্থনীতি ভবিষ্যতে কৃষি পর্যটন দিয়ে চালিত হবে বলে আমি মনে করি।’
প্রকল্প পরিচালক আজিম উদ্দিন বলেন, ভবিষ্যতে নিজেদের আয়ে এ খামার চলবে বলে আশা। শুরুতে উদ্দেশ্য ছিল ডাল ও তেলবীজ বর্ধন করা। সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে সমন্বিত কৃষি খামার। এখন পর্যন্ত নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর অন্তত দুই হাজার কৃষক এখানে প্রশিক্ষণ নিয়েছেন। প্রতি বছর ধান, ডাল, তেলসহ নানা জাতের অন্তত সাড়ে তিনশ টন বীজ উৎপাদন হচ্ছে। এ খামার থেকে বছরে অন্তত ৩ কোটি টাকা আয় করা সম্ভব। স্থানীয় বিলুপ্ত ফসল আবার কৃষকের হাতে পৌঁছে দিতে তারা কাজ করছেন।
শহর প্রতিনিধি :
শোককে শক্তিতে করি রুপান্তর গড়িব সোনার বাংলা এ হোক অঙ্গীকার এ শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হলো কবিতা ও কথামালায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধান্জলী।
জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলার আয়োজনে কবি উত্তম নাথের সঞ্চালনায় কবি ইকবাল চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কবি মনজুর তাজিম, এডভোকেট শাহীন মজুমদার, ইকবাল আলম, ওবায়েদ মজুমদার,বাদল দেবনাথ , তাজুল ইসলাম, ইকবাল হোসেন জামশেদ, উত্তম অরল,শাহ আলম, নাসরিন জেরিন সুলতানা,সবুজ তাপস,ফয়েজুর রহমান,হাসান সাঈদ, ইসহাক মজুমদার ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে গান পরিবেশন করা হয়। পরিবেশনে ছিলেন কবি ইকবাল হোসেন জামশেদ।
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা চাপায় এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল মতিন (৬৭) জেলার সুবর্ণচর উপজেলার আটকপালিয়া এলাকার এলাকার বাসিন্দা এবং একটি মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি বর্তমানে জেলার সেনবাগ উপজেলার ছয়বাড়িয়া জামে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা এলাকার ছয় বাড়িয়া কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে যোহরের নামাজ শেষে মসজিদ থেকে নিহত আব্দুল মতিন স্থানীয় বাজারে যাচ্ছিলেন। ওই সময় উপজেলার দক্ষিণ কাদরা ছয়বাড়িয়া কালভার্টের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেল সহ তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আজকের সময় প্রতিবেদক :
আসছে হোয়াটস অন এওয়ার্ড। আগামী ২৩ ডিসেম্বর ২০২২, হোয়াটস অন বাৎসরিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে পুরষ্কারের পাশাপাশি শিল্পী, লেখক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বন্ধু-বান্ধব এবং পরিবারের অংশগ্রহণ করার ব্যবস্থা রাখা হয়েছে। সারা বছরব্যাপি, যে সকল সঙ্গীত শিল্পী এবং ব্যাবসায়িক নেতৃবৃন্দ স্বীয় কাজে অবদান রেখেছেন তাদেরকে সম্মান জানাতে ২০টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, লাইভডিজে, খাবার, নানা গিফট সহ বিভিন্ন আয়োজন থাকবে। তরুণ প্রজন্মের মেধাবী শিল্পী ও কলাকৌশলীদের মেধা ও কাজকে বিশ্বব্যাপি তুলে ধরা ও স্বীকৃতি প্রদানের জন্য একটি বিশাল নেটওয়ার্কিং হচ্ছে হোয়াটস অন।
সংবাদদাতা, আজকের সময় :
বাংলাদেশ টেলিভিশন, বেতার, এফ টিভি’র গীতিকার সুরকার কবি মু. ইকবাল চৌধুরীকে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ কাল সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে বর্নাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে সংগীত অনুষ্ঠান ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর বরেণ্য গীতিকার ডঃ গোলাম মোস্তফা।
বিশিষ্ট গীতিকার সুরকার সংগীত শিল্পীদের গুণীজন সংবর্ধনার মাধ্যমে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
এসময় আব্দুর রহিম, আলেয়া আরিফ, অনামিকা তালুকদার, আলমগীর আলাদ্দিন,সাইফুদ্দিন মাহমুদ খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতে জনপ্রিয় শিল্পী মাসুদ ও রনীর মনোজ্ঞ সংগীতানুষ্ঠান চির দিনের গান অনুষ্ঠিত হয়। যাহা উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে।
আজকের সময়, ঢাকা :
১৫ অক্টোবর শনিবার সকালে জেরিয়াট্রিক কেয়ার সাপোর্ট টিম (জিসিএসটি) এর আয়োজনে প্রবীণ দিবস উপলক্ষে এক বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভা ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয়।
জিসিএসটির সভাপতি ডাঃ কাজী মোঃ ইস্রাফীলের সভাপতিত্বে এতে র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন জিসিএসটির উপদেষ্টা অধ্যাপক ডাঃ অনুপম হোসাইন, নিপসমের সহযোগী অধ্যাপক ডাঃ নাসরিন সুলতানা রুমা।
সেক্রেটারী শাহনাজ শাম্মির সঞ্চালনায় এতে আরো অংশগ্রহণ করেন, ডাঃ আমিনুল ইসলাম নাফিজ, তালহা মোহাম্মদ শামীম, সিএম সাইফুল হক,
জেসমিন শাহিনা, রোকেয়া বেগম, নুর নাহার মনু, চপলা এ পারভিন, নাসির চৌধুরী, নুর এ আলম, রুবিনা মজুমদার, মোহাম্মদ জাবেদ পলাশ, মোহাম্মদ শাখায়াৎ হোসেন বিশ্বাস, ইব্রাহীম খলিল, এড আনসারী, এডভোকেট আমিনা রত্না, কৃষিবিদ দীন মোহাম্মদ দিনু, তারিক তুহিন, এড এলিজা ,জেসমিন আক্তার , শীলা রানী দাস, অন্যান্যা সোহেলী, শাহাজান সাজু সহ প্রমূখ।
নবীনদের পক্ষে বক্তব্য প্রদান করেন কাজী লাবিবা হুমায়ারা অর্কা, ছোয়া, এবং বুলবুল আহম্মদ।
প্রবীণদের পক্ষে বক্তব্য প্রদান করেন এড চন্দন, এড নকিব আহসান, এনামুল হক, মোঃ শহীদুল ইসলাম শ্যামল।
এ সময় নবীনরা প্রবীণদের হাত ধরে সম্পৃতি এবং ভালোবাসার বন্ধনকে দৃঢ় করার অঙ্গীকার নিয়ে রবীন্দ্র সরোবরে পৌঁছান।
বক্তারা বলেন বাংলাদেশে ও অনেক পরিবার রয়েছে যেখানে নাতি নাতনিরা তাদের দাদা, দাদীদের কখনও ধরেও দেখে না। এ উদ্যোগের মাধ্যমে নবীনরা প্রবীণদের ধরে দেখার সুযোগ পেয়ে তাদের মানসিক পরিবর্তনের পাথেয় খুঁজে পাবে। জেরিয়াট্রিক কেয়ার সাপোর্ট টিমের এমন ব্যতিক্রমী এবং সময়োপযোগী কর্মকান্ড অব্যাহত রাখার জন্য আহবান জানান। র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র -ছাত্রী, তরুন প্রজন্ম ও প্রবীণ প্রজম্মের ২০০ জন অংশগ্রহণ করেন।
আজকের সময় প্রতিবেদক :
ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর উদ্যোগে ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা’র থাই চাই রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের আজীবন সদস্যদের স্বতস্ফূর্ত উপস্হিতিতে শুভেচ্ছা বিনিময় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
সুস্হধারার বিনোদনের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনার উদ্দেশ্য নিয়ে ফেনী ক্লাব ঢাকা লি: ২০১৭ সালের ১৩ই অক্টোবর জয়েনস্টক থেকে ছাড়পত্র লাভ করে। উল্লেখ্য যে, ফাউন্ডার মেম্বারদের হাত ধরে যাত্রার সূচনার পর বতর্মানে ক্লাবের সদস্য সংখ্যা ১৯৯ জন।
আনুষ্ঠানিকভাবে পথ চলার পর থেকে ফেনী ক্লাব ঢাকা লিমিটেড উক্ত ক্লাবের সদস্যদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কর্মকান্ডের পাশাপাশি সমাজের অসহায় ব্যক্তিদের কল্যানে বিভিন্ন মানবিক কর্মকান্ডও পরিচালনা করে থাকে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী ক্লাব ঢাকা লি: এর সভাপতি জসিম উদ্দিন আহমেদ (ব্যবস্হাপনা পরিচালক, ওরিয়েন্ট গ্রুপ) এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সাধারন সম্পাদক,জহির উদ্দিন আলমগীর (চেয়ারম্যান,হৃদয় গ্রুপ)।
উক্ত প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন ক্লাবের প্লাটিনাম মেম্বার- জালাল উদ্দীন আহম্মেদ চৌধুরী পাপ্পু (বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক) ।
এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি আনোয়ারুল কামরান, জনাব সিরাজুল মোস্তফা চৌধুরী, নূরুল আলম আরিফ, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম মিলন, মোহাম্মদ হাসেম, সাংঠনিক সম্পাদক, জিয়াউর রহমান সুমন, দপ্তর সম্পাদক ঈসমাইল নাসির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার হোসেন রুবেল।
লাইফ মেম্বারদের মধ্য থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা ফখরুল ইসলাম ভূইয়া, এ টি এম মাহবুবুল আলম মিল্টন, মঞ্জুরুল আলম টিপু।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আবদুল মতিন মুক্ত এবং মোর্শেদ ভূইয়ার উপস্হাপনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ক্লাবের ফাউন্ডার মেম্বার, প্লাটিনাম মেম্বার ও লাইফ মেম্বারগন উপস্হিত ছিলেন। পবিত্র কুরআন তেলোয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়,নৈশ ভোজের পর অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।