ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
গতকাল বুধবার বিকেলে ফেনী জেলা আদালত সংলগ্ন আইনজীবী ভবনে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। প্রতিরোধ কমিটির আহবায়ক ও পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহিম, ইসলামী আন্দোলন ফেনী জেলা সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঁইয়া, ফেনী বারের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসাইন, প্রতিরোধ কমিটির ফুলগাজী প্রতিনিধি অ্যাডভোকেট হানিফ মজুমদার, আত্মার বন্ধন নামে সংগঠনের প্রতিনিধি নাজরানা হাফিজ, নারী সংগঠক জাহান আরা মণি, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার বাদল প্রমুখ।
সভায় বক্তাগণ ভারতীয় আগ্রাসন প্রতিরোধকল্পে সভা-সমাবেশ, প্রেস কনফারেন্স, লিফলেট বিতরণ, স্কুল-কলেজে সচেতনতামূলক সভা এবং বিভিন্ন মসজিদের ইমামদের মাধ্যমে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরশুরাম
এমএ হাসান, পরশুরাম (ফেনী) :
পরশুরামে বিলোনিয়া স্থলবন্দরে ভারতীয় উগ্রবাদীদের বাংলাদেশ বিরোধী
শ্লোগান,আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা,আইনজীবি
সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও সন্ত্রাসী সংগঠন ইসকন
নিষিদ্ধের দাবিতে উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের
গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে গণজমায়েতে সভাপতিত্ব
করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি ও পরশুরাম
ফারুকিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আব্দুর রহিম।
উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসাইন নুরপুরীর
সঞ্চালনায় গণজমায়েতে বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা কাজী গোলাম
কিবরিয়া, ইসলামী আন্দোলনের পরশুরাম উপজেলা সভাপতি মাওলানা হারুন,
সহ-সভাপতি ও নূরানী তালিমুল কোরআন বোর্ড পরশুরাম শাখা
সেক্রেটারি মাওলানা আবু তাহের,পরশুরাম উপজেলা মসজিদের পেশ ইমাম
মাওলানা আব্দুল মতিন, ইসলামী আন্দোলনের পরশুরাম উপজেলা সেক্রেটারি
মাওলানা রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর মির্জানগর ইউনিয়ন
আমীর মাওলানা ইউসুফ আশেকী, উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ
আইম্মা পরিষদের অর্থ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান আশ্রাফী, দপ্তর
সম্পাদক ক্বারী আবদুল্লাহ, সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহিম
পরশুরামী প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারত এমন একটি দেশ যার সাথে
প্রতিবেশী কোন রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। ভারত আমাদের
কখনো বন্ধু ছিলোনা। স্বৈরাচারী হাসিনার পতনের পর ভারতের অবৈধ
স্বার্থে আঘাত আসায় তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও
প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। পলাতক হাসিনা ও আওয়ামীলীগ
সন্ত্রাসী সংগঠন ইসকনসহ তাদের দালালদের ব্যবহার করে একের পর এক
দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। সরকারকে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা
নেয়ার দাবি জানান তারা।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। ছবি
সংযুক্ত:
ফেনীতে তফসিলভূক্ত ব্যাংকের অংশগ্রহনে কৃষিঋণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রেস বিজ্ঞপ্তি:
সোনালী ব্যাংক পিএলসি কতৃক আয়োজিত কৃষিঋণ বিষয়ক এক
প্রশিক্ষণ কর্মশালা গতকাল ২৭ নভেম্বর,২৪ দিনব্যাপি জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় ফেনীতে অবস্থিত ৪৬টি ব্যাংকের ডিজি এম
,এজিএম, ম্যানেজার ও ঋণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালাটির
উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহি পরিচালক
আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি ঋণ
কমিটির সভাপতি ও প্রশিক্ষণ কর্মশালার সভাপতি ফেনী জেলা
প্রশাসক সাইফুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামের পরিচালক মো: আরিফুজ্জামান । এছাড়া লিড ব্যাংক
সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মো: হারুন
অর রশীদ, এ এইচ এম রেজাউল করিম ডিজিএম বাংলাদেশ কৃষি ব্যাংক
, যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের রেজাউল করিম
উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তবে, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের
নির্বাহি পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাংকারদের প্রধান
কাজ হচ্ছে কাস্টমারের যথাযত সেবা প্রদান করা । এবং কাস্টমারকে
বুঝতে পারা। বাংলাদেশ এখনো শতভাগ কৃষির উপর নির্ভরশীল। তাই
কৃষকদের নানা প্রকার ক্ষুদ্র মাঝারি ঋণ দিয়ে তাদের কে সাবলম্বী করে
তোলা। কিন্তু বেসরকারি ব্যাংক গুলোতে এই ক্ষেত্রে বিমুখতা দেয়া যায়।
শুধু মাত্র ডিপেজিট নয় কৃষকদের কে ঋণ প্রদানে ব্যাংকগুলোকে
আরো উদ্যোগি হতে হবে।
তিনি আরো বলেন, রাষ্ট্রের অর্থনীতির চাকাকে সচল রাখে ব্যাংক।
তাই দেশের জনগণ ও রাষ্ট্রের নাগরিকদের প্রতি ব্যাংকারদেও অনেক দায়
দায়িত্ব রয়েছে। আমজনতা যাতে ব্যাংক থেকে সেবা পায় সে দিকে
ব্যাংকারদের নজর দিতে হবে।
বাংলাদেশ বর্তমানে ১৮ কোটি মানুষের দেশ । কিন্তু খাদ্য ঘাটতি
নাগালের মধ্যে। এ সাফল্য কৃষকদের। করোনাকালিন সময়ে আমরা যখন
ঘরে, অফিসে বসে ছিলাম, কৃষকেরা কিন্তু তখনও মাঠে ছিল । তাই
নিজেদেও স্বার্থে হলেও কৃষকদের বাঁচিয়ে রাখতে হবে।
বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংক চট্ট্রগ্রামের পরিচালক
আরিফুজ্জামান বলেন, ফেনীতে প্রায় ৭৪ লাখ হেক্টর জমি রয়েছে । এর
মধ্যে একফসলী , দো ফসলি ও তিন ফসলী জমিও রয়েছে। কিন্তু মাত্র ১৮
ভাগ জমিতে চাষাবাদ হয়।
তিনি বলেন বাংলাদেশ হচ্ছে সবুজ ফসলের খেত। ফেনী ও এর ব্যতিক্রম
নয়। তাই খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষকদের কে প্রনোদনা ও ঋণ দিতে
হবে। তিনি বলেন, কৃষিকে বাণিজ্যিক রুপ দিলে দেশ সমৃদ্ধ হবে।
কৃষক যদি তার উৎপাদিত পণ্যের দাম পায় তখন সে নিজেকে গর্ব করে
বলতে পারতো সে কৃষক। তাই কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে
তাদেরকে সুরক্ষা দিতে হবে। শুরুতে সভাপতির বক্তব্য দেন ফেনী জেলা
প্রশাসক সাইফুল ইসলাম।
কর্মশালার দ্বিতীয় পর্বে ছিল প্রশিক্ষণ কর্মশালা তাতে কৃষিঋণ
নীতিমালার উপর প্রশিক্ষন দেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম
পরিচালক রেজাউল করিম।
কৃষি ঋণ বিতরণে কৃষক/ গ্রাহক নির্বাচন , ঋণ প্রক্রিয়াকরণ ও
বিতরণ বিষয়ে প্রশিক্ষন ছিলেন সোনালী পিএলসির ডেপুটি
জেনারেল ম্যানেজার মো: হারুন অর রশীদ। কৃষিঋণ সুপারভিশন,
ফলোআপও রিকভারী বিষয়ে প্র২ি০২২
৬+৮শক্ষন দেন এ এইচ এম রেজাউল করিম,
ডিজিএম বাংলাদেশ কৃষি ব্যাংক।
স্টাফ রিপোর্টার, আজকের সময় :
ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টার দিকে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল।
ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকার এইচএসসি পরীক্ষার্থী রায়হান হোসেন বলেন, বন্যার পানিতে রাতে ঘরে পানি ওঠায় খুব কষ্টে আছি। পড়াশোনা করাও সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের দ্বারা পরীক্ষায় বসা সম্ভব না। সকালে কষ্ট করে কেন্দ্রে আসার পর পরীক্ষা স্থগিতের কথা জেনেছি।
এ ব্যাপারে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিতের বিষয়ে আবেদন করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবার উপজেলায় চারটি কেন্দ্রে ১ হাজার ১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর বেড়িবাঁধে ৩টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
জেলা প্রশাসক বলেন, মুহুরী নদীর বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আজকের পরীক্ষা স্থগিতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। বিষয়টি আমরা তিনবোর্ডকে (সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড ও ভোকেশনাল) চিঠির মাধ্যমে অবগত করি। এরই পরিপ্রেক্ষিতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবার ফুলগাজীতে চারটি ও পরশুরামে দুইটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মহি উদ্দিন, পরশুরাম, আজকের সময় :
পরশুরাম পৌর এলাকার দুবলাচাঁদ জামে মসজিদের কমিটি নিয়ে মির আহমেদ চৌধুরী ও তাঁর ভাই আনোয়ার চৌধুরী সহ বর্তমান কমিটির আওয়ামী লীগ নেতা রিপনের সাথে বিরোধ চরম আকার ধারন করেছে।
দীর্ঘ ৭ বছর রিপন কোনো কমিটি ছাড়া দায়িত্ব পালন করেন সভাপতি এবং সাধারণ সম্পাদকের একই পদে। কিন্তু দীর্ঘ ৭ বছর মসজিদ পরিচালনা করার পর রিপন কে মসজিদের হিসাব এবং রেজুলেশন চাইলে তিনি জানান, রেজুলেশন খাতাটা ইঁদুরে খাইছে, আঁই কিয়া করমু। কিন্তু টানা ৭ বছরের হিসাবনিকাশ নিয়ে চলছে নয়ছয়। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগ নেতা রিপন। এছাড়া আওয়ামী লীগ নেতা রিপনের বিরুদ্ধে অর্থ আত্বসাতসহ নানান অনিয়মের অভিযোগ রয়েছে।মুসল্লীরা কমিটি করার জন্য বললে রিপন বলতেন, কিসের কমিটি, মসজিদের কমিটির কি দরকার আমরা সবাই সভাপতি এবং সবাই সাধারণ সম্পাদক। নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় একজন প্রবীণ মুরুব্বি বলেন, রিপনের আচার-আচরণের কারণে মুসল্লীদের অনেক মনে কষ্ট। এবং কিছু মুসল্লী অন্য মসজিদে নামাজ আদায় করে বহু দিন।শুধু মসজিদ না মাহফিলের জন্য কমিটি করতে চাইলে রিপন বাঁধা দিত। রিপনের এতু খুটির জোর কোথায়! জানেনা সাধারণ মানুষ। রিপন আওয়ামী লীগ করে এই কারণে সাধারণ মানুষ মুখ খোলেনা।গত ৩রা মে শুক্রবার জুমার নামাজের পর মসজিদে আওয়ামী লীগ নেতা রিপনের বক্তব্য শুরু হলে তিনি আহ্বায়ক কমিটির বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বললে আনোয়ারসহ মুসল্লীরা প্রতিবাদ করেন।
প্রতিবাদের ঝড় উঠার সাথে সাথে মীর চৌধুরী ও আনোয়ার চৌধুরী সহ রিপনের পক্ষের লোকজনদের মধ্যে কিল-ঘুষি, হাতাহাতির ঘটনা ঘটে।হাতাহাতি করতে করতে একপর্যায়ে মসজিদ থেকে বাহির হয়ে রাস্তায় নেমে আসে উভয় পক্ষের মুসল্লীরা।ঘটনার পর আওয়ামী লীগ নেতা রিপন হাসপাতালে ভর্তি হয়।সন্ধায় থানায় যায় মামালা করার জন্য।পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন খাঁন জানান,এলাকা বাসীর শান্তি কথা চিন্তা করে মামলা নেওয়া হয় নি।
পরে আহ্বায়ক কমিটি নেতৃত্বে রাস্তা থেকে উভয় পক্ষের সকল মুসল্লীদের রাস্তা থেকে মসজিদে নিয়ে আসেন।
অবশেষে বিকেলে সকল মুসল্লীদের উপস্থিতিতে সবাইর সম্মতিতে আহ্বায়ক কমিটির নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
বিকেলে মসজিদের মুসল্লীদের উপস্থিতিতে এবং সকলের সম্মতিতে অত্র মসজিদের সভাপতি নির্বাচিত হন কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইকবাল বাবুল সিনিয়র সহসভাপতি, মো: সাজ্জাদ হোসেন মজুমদার সহসভাপতি, মো: মিজানুর রহমান সহসভাপতি, এ, কে এম সায়েম চৌধুরী মোতায়াল্লী, নজরুল ইসলাম মজুমদার মাছুম যুগ্ম সম্পাদক, জহিরুল ইসলাম রুবেল যুগ্ম সম্পাদক, মহি উদ্দিন মজুমদার মোহন সাংগঠনিক সম্পাদক, আবদুল হাই জনি কোষাধ্যক্ষ, মামুনুল ইসলাম চৌধুরী প্রচার সম্পাদক, কামরুল ইসলাম বাবর দপ্তর সম্পাদক, রফিকুল ইসলাম বাবু সমাজ সেবা সম্পাদক, কমিটির সদস্য যারা হলেন। আবুল কালাম, মুকবুল আহাম্মদ, কাঁলাচান, এ, কে এম সাইফুল ইসলাম চৌধুরী, আলী আহাম্মদ, ইব্রাহিম মজুমদার, জাহাঙ্গীর হোসেন মজুমদার, ইসমাইল হোসেন মজুমদার, মোস্তাফিজুর রহমান মজুমদার ও দিদারুল আলম মজুমদার।